বোঝাপড়া
- ফয়জুর রহমান সজীব - স্বপ্ন ও ভালোবাসাবোঝাপড়া
বুঝা ও পড়া
না বুঝে যায়না পড়া।
বোঝাপড়ার ভীড়ে
চাপা পরা স্বরে
মনকে যায়না পড়া।
না বুঝে পড়া
অবুঝের করা
মিলে মিশে একাকার
বুঝে বুঝে সব বোঝাগুলো আজ
হারিয়ে যাক আবার।
বোঝাবুঝি সব
আঁকিবুঁকি নিয়ে
রাঙায় আলোর পথ,
অবুঝের মতো
বোকা বোকা কাজ
মেলায়না দুটি পথ।