আছো কেমন?
শাড়ী পড়ো আজকাল?
পড়ো জানি, কিন্তু কুচি ঠিক করে দেয়া হয়না আমার।
কালো ছোট টিপটাই পড়ো তাই না?
আমি ঠিক করে বসাতে বলতে পারিনা এখন।
চাঁদর?
সেটা তোমার গায়ে আদর,
শীত আসছে, পড়ো কিন্তু!
অক্সাইডের চকচকে দুল,
ছোট্ট পাথরের নাকফুল,
আর -
ছোট ডায়ালের কাঁটাঘড়িটা,
তোমার জন্যেই সৌন্দর্য পায়,
পড়তে ভুলো না।
অনেকদিন আহত হইনা তোমায় দেখে,
রক্তাক্ত হইনা তোমার নেইলপলিস,লিপস্টিকে।
বিদ্ধ হয়না শেল- তোমার চপ্পলের আওয়াজে।
শুনাই হলোনা তো-
আছো কেমন?
hello
ReplyDelete