আবার বছর কুড়ি পর,
আপোসে আসবো ফিরে,
নিয়ে হাজারো কাঙ্খিত আবদার,
তখনো যদি তুমি একা থাকো-
আমি তোমাকেই চাইবো,
চাইবো এবারে স্বপ্নগুলো পূর্ণ হোক,
সবতো ভালোই ছিল,
আমরা সুখি ছিলাম,
তুমি নতুন ছিলে,
কিন্তু,
এই একটা কিন্তু আটকে দিয়েছে আবহ আলিঙ্গন,
আবারো চাইবো তোমায়,
তুমি থাকো আমার-
বছরের পর বছর,
সেই বছর কুড়ি পর।
আবার বছর কুড়ি পর! |