এখনো কবিতারা আসে,
তাড়া করে,
শব্দ হয়ে প্রত্যাবর্তন করতে চায়,
সেই পুরানো রূপ,
সাজানো চুল,
গুছানো হাসি,
শাড়িতে তুমি,
রঙের মিল-স্বপ্নীল,
কিন্তু একটা কিন্তু থেকেই যায়,
এই কলমে তোমার নামের এতোগুলো শব্দের বাইরে- আর কি আছে?
উত্তর না পেয়ে হারিয়ে যায়,
মিলিয়ে যায় বাতাসে,
লেখাগুলো হারিয়ে যায়,
আমাকে পায়না তারা,
আমি পাইনা তাদের।
এক বিড়ম্বনা হয়ে আছো তুমি
সাথে চার লাখ শব্দ,
এখনো কবিতারা আসে,
কি এক অশান্তিতে তারা হারিয়ে যায় অজানায়,
পায়না আলিঙ্গন,
থাকে অপেক্ষায়।
এখনো কবিতারা আসে,
আবার হারায় সংকোচে।