নাম নাই
- ফয়জুর রহমান সজীব
আজ আমার নিঃস্ব হবার দিন,
খালি হবে নিয়ম করে,
বুকটা অর্বাচীন।
শুকিয়ে যাবে নর্দমার-পানির কালো স্রোত,
মরে যাবে পচা কীট,
শুকিয়ে যাবে নর্দমার-পানির কালো স্রোত,
মরে যাবে পচা কীট,
বুকে রেখে ক্রোধ।
অস্ত যাবে সূর্যটা ঠিক-যেদিকে রোজ যায়,
হারিয়ে যাবে আলোর পাহার,
অস্ত যাবে সূর্যটা ঠিক-যেদিকে রোজ যায়,
হারিয়ে যাবে আলোর পাহার,
অসীম অজানায়।
দেখা হবে অন্ধকারের মত্যু বলয়ে,
হারিয়ে যাবে একটা আমি- মহা প্রলয়ে।
আকাশ হবে মদ্যপ এক উল্টো ঘরের ছাদ,
চুপ হয়ে যাক দুঃখ পেয়ে,
দেখা হবে অন্ধকারের মত্যু বলয়ে,
হারিয়ে যাবে একটা আমি- মহা প্রলয়ে।
আকাশ হবে মদ্যপ এক উল্টো ঘরের ছাদ,
চুপ হয়ে যাক দুঃখ পেয়ে,
চোখের নিনাদ।
সমাপ্ত হবে আসতে থাকা হাজার কোটি ছন্দ,
মিশে যাবে আচার-অনাচারের অবিরত দ্বন্দ্ব।
সমাপ্ত হবে আসতে থাকা হাজার কোটি ছন্দ,
মিশে যাবে আচার-অনাচারের অবিরত দ্বন্দ্ব।